আপনার ফেসবুক প্রোফাইলকে দেখুন নতুন করে (আপডেট)

পরীক্ষার কারণে বেশ কিছুদিন ধরে পোস্ট করতে পারছি না। নেক্সট পরীক্ষা ৪দিন পর। তাই আজ পোস্ট করতে বসলাম। আজ ফেসবুকের নতুন একটা ট্রিকস আপনাদের কাছে তুলে ধরব। আমরা আমাদের ফেসবুকের হোম পেজকে অন্য সবার মতই দেখতে পাই। যদি এমন হত পত্রিকার মত ফেসবুকের হোমকে দেখতে পারব? এতে করে অনেক জিনিস আমাদের চোখে পরব। এখন যেগুলো পড়ে না। কারণ বেশী পরিমান আপডেটের কারণে সবার পোস্ট দেখা হয় না। এর জন্য PostPost নিয়ে এসেছে নতুন সুবিধা। এর মাধ্যমে আপনি সবার আপডেট দেখতে পারবেন পত্রিকার আদলে। নিচের ছবিটি দেখুন।


230285 1983972567227 1480644594 2319138 7905917 n ফেসবুক বন্ধুদের ওয়াল পোস্ট ও আপডেট দেখুন পত্রিকার আদলে! | Techtunes

এই সুবিধা পাবার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে লগইন করতে হবে।
এরপর PostPost সাইটে যেতে হবে। এবার দেখতে পারবেন Connect With Facebook. 

226362 213132518705280 100000256001293 828900 5377026 n ফেসবুক বন্ধুদের ওয়াল পোস্ট ও আপডেট দেখুন পত্রিকার আদলে! | Techtunes

বাটনটিতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
আপনার ফেসবুক প্রোফাইলের সাথে ফেসবুক কানেক্ট হতে চাইবে। 

228032 213132548705277 100000256001293 828901 2618722 n ফেসবুক বন্ধুদের ওয়াল পোস্ট ও আপডেট দেখুন পত্রিকার আদলে! | Techtunes

অনুমতি দিন।
এবার আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন।

228281 213132558705276 100000256001293 828902 844247 n ফেসবুক বন্ধুদের ওয়াল পোস্ট ও আপডেট দেখুন পত্রিকার আদলে! | Techtunes

নেট স্পীড কম হলে নাকে তেল দিয়ে ঘুমান।

অপেক্ষার পালা শেষ হতেই দেখবেন আপনার ফেসবুক প্রোফাইল " প্রথম আলু " কিংবা " কালের কন্ঠ " হয়ে গেছে।


221768 213132642038601 100000256001293 828903 741076 n ফেসবুক বন্ধুদের ওয়াল পোস্ট ও আপডেট দেখুন পত্রিকার আদলে! | Techtunes

এর মধ্যে আপনি নিজের মত করে কাস্তমাইজ করতে পারবেন।

225645 213132888705243 100000256001293 828904 2418737 n ফেসবুক বন্ধুদের ওয়াল পোস্ট ও আপডেট দেখুন পত্রিকার আদলে! | Techtunes

মেতে থাকুন ফেসবুকের সাথে।
আমাদের সাইটের নিয়মিত আপডেট পেতে সাইটের ফেসবুক পেজে লাইক দিন।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ফেসবুককে বানিয়ে নিন নিজের মনের মত করে

ফেসবুক ব্যাবহার করার প্রথম থেকেই আমরা এক থিম দেখে আসছি। ফেসবুকের এই থিমটি খুব সাধারণ। সাদা ব্যাকগ্রাউন্ডে নীল মার্জিন। আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন আপনার নিজের মত করে। 

Facebook Theme

আপনি যদি গুগল ক্রম ব্যাবহারকারী হন তাহলে নিচের স্টেপগুলো দেখুনঃ

প্রথমে এই লিঙ্কে যান এবং Facebook.Themed. Extension টি ইন্সটল করুন।
এবার আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে Chrome:extensions লিখে এন্টার চাপুন।
Facebook.Themed এর আন্ডারে options এ ক্লিক করুন।
এবার আপনি আপনার পছন্দ মত যেকোন থিম ব্যাবহার করতে পারবেন। Gaming theme, Movie theme, basic theme সহ আরও অনেক লেভেলের থিম পাওয়া যাবে।
এবার থিম সিলেক্ট করে save options চাপুন। open facebook এ ক্লিক করুন।
দেখতে পাবেন আপনার চয়েজ করা থিম।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ইয়াহুতে সাইন ইন না করেই দেখে নিন কে কে অনলাইন আছে আর কে কে লুকিয়ে আছে

অনেক দিন পর লিখতে বসলাম। পরীক্ষার জন্য একটু ব্যাস্ত। তো আজকে আমি আপনাদের সাথে যেই পোস্টটি শেয়ার করব তা হল ইয়াহু তে না ঢুকেই অনলাইন ফ্রেন্ডদের কিভাবে দেখা যাবে। আবার অনেকেই ইয়াহু তে ইনভিসিবল হয়ে থাকে। কারা কারা ইনভিসিবল হয়ে আছে তাও দেখতে পারবেন।




এর জন্য দরকার হবে একটি সফটওয়্যারের। সফটওয়্যারটির ব্যাবহারবিধি সাধারণ। ইন্সটল করার ঝামেলা নেই। ডাউনলোড করে unzip করতে হবে। শুধুমাত্র সফটওয়ারটির ফোল্ডারে ঢুকে তারপর Yahoo Invisible Checker v4 ডাবল কিল্ক করুন। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ভিস্তা ব্যাবহারকারীরা রাইট ক্লিক করে run as administrator এ ক্লিক করুন। তারপর ENTER A VALID EMAIL ID এর স্হানে আপনাদের কাঙ্খিত YAHOO ID লিখুন তারপর CHEAK USER বক্স এ ক্লিক করে অপেক্ষা করুন ।তারপর দেখবেন USER STATUS এ ID টি STATUS দেখতে পারবেন।
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।






ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

আপনার ফেসবুক প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলুনঃসবার চেয়ে আলাদা

ফেসবুক নিয়ে আমার আগের পোস্টগুলো দেখতে এখানে ক্লিক করুন

ফেসবুক এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে। তাই এখন কে কার প্রোফাইলকে কত সুন্দর ভাবে সাজাতে পারে তা নিয়ে উঠে পড়ে লেগেছে। এর জন্যই আমার পোস্ট করতে বসা। আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলতে পারেন মানুষের কাছে। নিচের ছবিটি দেখুন।




Creative facebook profile

নিজের পিকচার ছাড়াও ওইখানে অনেক পিকচার আসে যেগুলো আপনি ব্যাবহার করতে পারবেন।
এরকম করতে চান? তাহলে নিচে পরতে থাকুন।
এতে করে আপনি profilegen.com এ ঢুকবেন।
এখানে যেসব পিকচার দেওয়া আছে সেগুলো আপনি আপনার প্রোফাইল এ ব্যাবহার করতে পারেন।
এবার আপনি যদি চান আপনার নিজের ছবি দিয়ে ডিজাইন করবেন তাহলে আপনার নিজের ছবিও আপলোড করে ব্যাবহার করতে পারবেন।
আর কথা বাড়াবো না। এবার কাজ শুরু করে দেন। কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
ভালো লাগলে কমেন্ট করবেন। এই সাইটের নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিন।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

আপনার ডেস্কটপকে 3D বানিয়ে ফেলুনঃ১ ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ হবে



3D বলতে আমরা এক কথায় 3D মুভি বুঝি। কিন্তু কখনো কি 3D  ডেস্কটপের নাম শুনেছেন? যারা লিনাক্সে অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তারা হয়তো ইতি মধ্যে এটি ব্যবহার করে পেলছেন। 3D ডেস্কটপ বলতে মাল্টি ডেস্কটপ বুঝাচ্ছি। অর্থাৎ এক পিসিতেই অনেকগুলা ডেস্কটপ। কি এখনও বুঝতে পারছেন না? তাহলে নিচের ছবিটা দেখেন। তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে।


screen 3 এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes

ছবিটি দেখে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

যে সকল কাজ করতে পারবেন এ 3D ডেস্কটপেঃ

  1. একসাথে ৬টি ডেস্কটপের সুবিধা।
  2. 3D স্টাইলে ডেস্কটপ প্রদর্শন।
  3. এক ডেস্কটপ থেকে অন্য ডেস্কটপে যেতে মাউস বা কীবোর্ড ব্যবহার করতে পারবেন।
  4. ইচ্ছা করলে প্রত্যেক ডেস্কটপে আলাদা আলাদা ওয়াল পেপার সেট করতে পারবেন।
  5. ভিন্ন ভিন্ন আইকন দিতে পারবেন।
  6. এক সাথে অনেক কাজ করতে পারবেন।
  7. ৬টি ডেস্কটপে আপনি আপনার মনের মতো ভিন্ন ভিন্ন আইকন,এপ্লিকেশন চালু রাখতে পারবেন।
  8. এক কথায় বলবো অসাধারন ডেস্কটপের অনুভতি।
DeskSpace নামক সুন্দর একটি সফটের সাহায্যে উপভোগ করতে পারবেন এ সকল সুবিধা।
ইন্সটল করার পর চালু করুন। তাহলে সিস্টেম ট্রেতে Desk Space এর একটি আইকন  দেখবেন। সেখানে রাইট ক্লিক করলে কিছু অপশন আসবে। সেখান থেকে  সিরিয়ালে ১-২-৩-৪-৫-৬ ডেস্কটপ দেখতে পারবেন । এবার প্রতিটি ডেস্কটপ এর জন্য আপনার পছন্দের ওয়ালপেপার গুলো এড করে দিন আর উপভোগ করুন  একসাথে ৬ 3D ডেস্কটপ.  আপনি চাইলে প্রতিটি ডেক্সটপের আলাদা নাম দিতে পারবেন।
আশা আর বিস্তারিত বলে দিতে হবে না।
এবার চলুন কিছু চমৎকার ডেস্কটপের ছবি দেখি
 এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes

Deskspace+Free+Download+Retail+Version+Windows+PC+Tricks এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes

Deskspace+Free+Download+Retail+Version+Images+Pc++Tricks+Softwares এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes

bureau 3D এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes

ডাউনলোড লিঙ্কঃ

DeskSpace 1.5.8.5 সাইজ মাত্র ১৮ মেগাবাইট।
আশা করি আপনাদের ভাল লাগবে।
লাগলে মন্তব্য করতে ভুলে যাবেন না।
এই সাইটের ফেসবুক পেজে লাইক দিন। ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

পুরনো জিনিসকে দেখুন নতুন করেঃউইন্ডোজ ৭ ট্রিকস

এখনকার সময়ের সবচেয়ে স্মার্ট অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ ৭. আমরা এটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে চাই যাতে করে সবার চেয়ে এটা আলাদা থাকে। আমরা এর জন্য বিভিন্ন থিম ব্যাবহার করে থাকি। আমরা চাইলে আমাদের উইন্ডোজ ৭ এর স্টার্ট বাটনের আইকন পরিবর্তন করতে পারি। এর জন্য একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে
ডাউনলোড করার পর সফটওয়্যারটি এক্সট্রাকট করুন। .exe ফাইলটি রাইট ক্লিক করে run as administrator এ ক্লিক করুন। ওপেন হবার পর select and change start button এর পাশে লোগো তে ক্লিক করুন। এখন আপনি ইচ্ছে মত লোগো সিলেক্ট করতে পারবেন। সফটওয়্যারটির সাথে ১০টি লোগো দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে যোগ করতে পারেন। গুগলে সার্চ দিয়ে আরও অনেক লোগো পাবেন।
ধন্যবাদ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুঃ পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড থেকে আজীবনের জন্য ভাইরাস দূর করুন

আমাদের কম্পিউটার ধংসের অন্যতম একটা কারণ ভাইরাস। তাই আমি ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনারাও আমাদের দলে যোগ দেন। ভাইরাস তাহলে পিছু হঠতে বাধ্য হবে। কম্পিউটার থাকবে তখন ভাইরাস মুক্ত। তো চলুন শুরু করা যাক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের প্রক্রিয়া।





পান্ডা এন্টিভাইরাসের নাম হয়ত অনেকেই শুনে থাকবেন। তারা একটি সফটওয়্যার বানিয়েছে এবং সেটির নাম দিয়েছে- Panda USB Vaccine. এটি সেটাপ করার পর একটি ক্লিক করলেই পেনড্রাইভ অথবা মেমোরিকার্ড Vaccinate হয়ে যাবে অর্থাৎ আপনার ফ্লাশড্রাইভে টিকা দেয়া হয়ে যাবে!! যাতে করে অটোরান ভাইরাসকে আপনি আর জোড় করেও ঢুকাতে পারবেন না।!!

আসলে এটি আপনার ফ্লাশড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরী করবে। যা কোন অটোরান ভাইরাস ডিলেট করে আপনার পেনড্রাইভে ঢুকতে পারবে না। এমনকি রিপ্লেস বা রিনেম করাও সম্ভব নয়!! ফাইলটি আপনার ফ্লাশড্রাইভে হিডেন অবস্থায় থাকবে এবং আপনার পেনড্রাইভের “অটোরানের টিকা” হিসাবে কাজ করবে!! এছাড়া এটি দিয়ে মাত্র ১ ক্লিক করে  আপনার কম্পিউটারের সকল ফ্লাশডাইভের অটোরান করা বন্ধ করতে পারবেন!! যার ফলে কোন ফ্লাশড্রাইভ ঢুকানোর সাথে সাথে আর ভাইরাস আপনার পিসিতে ঢুকতে পারবে না!!
এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই ক্রাক/সিরিয়ালের ঝামেলা নাই। টিকা দেয়ার পর সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।

১. প্রথমেই খান থেকে Panda USB Vaccineডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন। (৮০০ 
কিলোবাইট)
২. এবার সাধারণ নিয়মে সবকিছু ডিফল্টে রেখে সেটাপ করুন।
৩. আপনার পেনড্রাইভ/ মেমোরিকার্ড ইউএসবি পোর্টে প্রবেশ করান এবং  সফটওয়্যারটি চালু করুন ।
৪. এবার নিচের ছবির মত দেখতে পাবেন। সেখানে Select an USB Drive এ আপনার ফ্লাশড্রাইভটি দেখতে পাবেন। তার পাশেই দেখুন- Vaccinate USB নামে একটি বাটন আছে, সেটিতে ক্লিক করুন।

1 এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য)  থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!!  মাত্র ১টিকাতে/ ১  ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!  | Techtunes

৫. ব্যাস কাজ শেয!! আপনার পেনড্রাইভকে টিকা দেয়া হয়ে গেছে। এবার নিচের ছবির মত দেখুন আপনার ফ্লাশড্রাইভের পাশে ব্রাকেটে Vaccinated লেখা আছে। যার মানে কাজ শেষ।

2 এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য)  থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!!  মাত্র ১টিকাতে/ ১  ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!  | Techtunes

৬. এবার আপনি যদি আপনার কম্পিউটারের সকল ড্রাইভের অটরান ডিসেবল করে দিতে চান, তাহলে নিচের ছবির মত Vaccinate Computer বাটনে ক্লিক করুন। তাহলেই কাজ হয়ে যাবে।

3 এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য)  থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!!  মাত্র ১টিকাতে/ ১  ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!  | Techtunes

৭. কম্পিউটার Vaccinated হয়ে গেলে নিচের ছবির মত দেখাবে। এবার ইচ্ছা করলে সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।


4 এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য)  থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!!  মাত্র ১টিকাতে/ ১  ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!  | Techtunes

এবার টেস্ট করার জন্য নিজে নিজে একটি অটোরান ফাইল বানিয়ে আপনার পেনড্রাইভে সেন্ড করে দেখুনতো সেটি পেনড্রাইভে ঢুকাতে পারেন কিন?? ঢুকাতে পারলে জানাবেন কিন্তু!!

যারা অটোরান বানাতে পারেন না, তারা এখান থেকে আমার বানানোটা ডাউনলোড করে নিন (মাত্র ১KB)।
আমার সাইটটি ভালো লাগলে Bookmark করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS